উত্তরদিনাজপুর

ভোটারদের বাড়িতে হামলার অভিযোগ, ঘটনায় উত্তর দিনাজপুরের উদয়পুর গ্রামে আতঙ্ক

বিজেপি প্রার্থী ও সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কমলবাড়ি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত উদয়পুর এলাকায়। 

           বিজেপির অভিযোগ, শুক্রবার গভীর রাতে তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতি বিজেপির প্রার্থী ও সমর্থকদের বাড়িতে হামলা চালায়। ভাঙচুর করে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ। তবে পুলিশ পৌঁছানোর আগেই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। বিজেপি প্রার্থী ও সমর্থকদের অভিযোগ যেভাবে রাতের অন্ধকারে তৃনমূলের দুষ্কৃতিরা হামলা চালাচ্ছে তাতে করে এই অঞ্চলে ১৪ তারিখ নির্বাচন কতটা শান্তি পূর্ন ভাবে সম্পন্ন হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে এলাকাবাসীদের মনে। পুলিশের ভুমিকায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

          এদিন এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে এক স্থানীয় বাসিন্দা জানান, রাত দশটা হলেই তৃণমূলের বাইক বাহিনী বের হচ্ছে এলাকায়। এরপর সাধারন ভোটারদের বাড়ির উপর আক্রমণ করছে। এই ঘটনায় সাধারন মানুষ বেশ আতঙ্কিত। তারা কিভাবে আগামী দিনে ভোট দেবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে তিনি জানান।